ফরিদপুর জেলার বিগত ৯ বছরে কৃষিতে সাফল্য (২০০৮ হতে ২০১৬ পর্যন্ত )
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুর।
- খাদ্য শস্য উৎপাদন বৃদ্ধি ( দানা জাতীয় ) ঃ
২০০৭-০৮ সালে খাদ্য ঘাটতি = ৩৮৫৪০ মেট্রিক টন।
২০১৫-১৬ সালে খাদ্য উদ্বৃত্ত = ৩৩,৪৯১ মেট্রিক টন।
- বিভিন্ন ফসলের মান সম্মত বীজ ব্যবহার বৃদ্ধি ঃ ১২৯৮ মেট্রিক টন।
- অধিক ফসল উৎপাদনের উদ্দেশ্যে নন ইউরিয়া সার ব্যবহার বৃদ্ধি ঃ ২৫,০০৯ মেট্রিক টন।
- কৃষকের দ্বার প্রান্তে সার পৌছানোর জন্য সার ডিলার নিয়োগ ঃ
ক) বিসিআইসি সার ডিলার ঃ ৯৪ জন
খ) খুচরা সার বিক্রেতা নিয়োগ ঃ ৭৩৬ জন
গ) বিএডিসি সার ডিলার নিয়োগ ঃ ৪২ জন
- কৃষকের মাঝে কৃষি উপকরণ সহায়তা কার্ড বিতরণ ঃ ৩,২৩,৫৭৮টি।
- মাত্র ১০ টাকার বিনিময় কৃষকদের ব্যাংক একাউন্ট খোলা ঃ ১,৬১,৯৬৩ টি
- কৃষি প্রনোদনা কর্মসূচীর অধীনে বিনা মূল্যে বীজ ও সার বাবদ ৭,৯০১ জন কৃষককে ১,৫২,০৫,৫০০ টাকার সহায়তা প্রদান।
- খামার যান্ত্রিকীকরণে ৩০% ভর্তুকী মূল্যে পাওয়ার টিলার , ট্রাকটর, রিপার সহ মোট ২৯২২টি কৃষি যন্ত্রপাতি বিতরণ।
- কৃষি কাজে সেচ সুবিধা সম্প্রসারণ ১,১৪,০০৮ হেক্টর জমিতে।
- বিভিন্ন প্রযুক্তির উপর কৃষক/কৃষানী প্রশিক্ষণ ঃ ৩২,৬৬৫ জন ।
- পাটের আঁশের মান উন্নয়নে ১২৩৫ টি রিবনার বিতরণ ও ১,৫০,০০০০০ টাকা বিতরণ।
- বিনামূল্যে ৫৪,৭৫০টি ফলদ ও ঔষধি চারা বিতরণ।
- আইপিএম ক্লাব স্থাপন ঃ ২২৮ টি
- কৃষক পরামর্শ কেন্দ্র স্থাপন ঃ ২৪৮ টি
- ক্ষুদ্র কৃষি স্থাপনা ( ওএফএসএসআই ) স্থাপন ঃ ৬ টি
ফরিদপুর জেলার খাদ্য উৎপাদন পরিস্থিতি
- ২০০৬-০৭ সনে খাদ্য ঘাটতি- ৩৯৪৬১ মেট্রিক টন
- ২০০৭-০৮ সনে খাদ্য ঘাটতি- ৩৮৫৪৩ মেট্রিক টন
- ২০০৮-০৯ সনে খাদ্য উদ্বৃত্ত - ২১৬৯০ মেট্রিক টন
- ২০০৯-১০ সনে খাদ্য উদ্বৃত্ত - ২৪৪৮২ মেট্রিক টন
- ২০১০-১১ সনে খাদ্য উদ্বৃত্ত - ২৪৫৪৩ মেট্রিক টন
- ২০১১-১২ সনে খাদ্য ঘাটতি- ২৯৬৪২ মেট্রিক টন
- ২০১২-১৩ সনে খাদ্য উদ্বৃত্ত - ৩৫৬৭৩ মেট্রিক টন
- ২০১৩-১৪ সনে খাদ্য উদ্বৃত্ত - ৪৮৪১০ মেট্রিক টন
- ২০১৪-১৫ সনে খাদ্য উদ্বৃত্ত - ৬৩০৫০ মেট্রিক টন
- ২০১৫-১৬ সনে খাদ্য উদ্বৃত্ত - ৩৩৪৯০ মেট্রিক টন